All HTML Tags List (With Examples) - Summary
HTML ট্যাগ হচ্ছে একটি ব্রাকেট দ্বারা আবৃত (<>) কিছু শব্দ যেখানে কিছু কী-ওয়ার্ড থাকে এবং এই কী-ওয়ার্ডই নির্দেশ করে ওয়েবপেজের কন্টেন্টকে কীভাবে দেখাবে। HTML Tags এর ক্ষেত্রে (<>) এবং (</>) এই দুটি চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। প্রথম ট্যাগটিকে (<>) ওপেনিং ট্যাগ বা শুরুর ট্যাগ বলে এবং দ্বিতীয়টিকে (</>) ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ বলে।
HTML ট্যাগকে দুই ভাবে ভাগ করা যায়
- Single ট্যাগ: যে সকল এইচটিএমএল ট্যাগে কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, শুধু ওপেনিং ট্যাগ থাকে তাদেরকে Single ট্যাগ বলা হয় । যেমন: লাইন ব্রেকের জন্য <br> ট্যাগ ব্যবহার করা হয়। এটির কোনো ক্লোজিং ট্যাগ নেই। ঠিক একই ভাবে <img>, <link> এবং <hr> ট্যাগগুলোও Single HTML Tag। এই ট্যাগগুলোর কোনো কোনো ক্লোজিং ট্যাগ নেই।
- Container ট্যাগ: যে সকল এইচটিএমএল ট্যাগে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ উভই থাকে এবং ট্যাগ দুটির মধ্যে কন্টেন্ট থাকে তাদেরকে Container ট্যাগ বলে। যেমন: <h2>…..</h2>, অথবা <p>…………</p> ইত্যাদি।
All HTML Tags List in Bengali
নিচে আমরা আরও আনেকগুলো ট্যাগ নিয়ে কথা বলব:
- <b></b> Text বা লেখাকে Bold করার জন্য ব্যবহৃত হয়
- <i></i> Text বা লেখাকে Italic করার জন্য ব্যবহৃত হয়
- <u></u> Text বা লেখাকে Underline করতে ব্যবহৃত হয়
- <big></big> Text বা লেখাকে স্বাভাবিকের চেয়ে বড় করতে ব্যবহৃত হয়
- <small></small> Text বা লেখাকে স্বাভাবিকের চেয়ে ছােট করতে ব্যবহৃত হয়
- <sub></sub>সংখ্যার বেজ দেখাতে ব্যবহৃত হয়
- <sup></sup>সংখ্যার পাওয়ার দেখাতে ব্যবহৃত হয়
- <tt></tt> টেলিটাইপ টেক্সট নির্দেশ করেতে ব্যবহৃত হয়
- <em></em> গুরুত্বপূর্ণ Text বা লেখাকে Emphasized করতে ব্যবহৃত হয়
- <blink></blink> Text বা লেখাকে Blinking করতে ব্যবহৃত হয়
- <blockquote></blockquote> বিশেষ উদ্ধৃতি প্রকাশ করতে ব্যবহৃত হয়
- <input></input> ফরমের ইনপুট ফিল্ড তৈরিতে ব্যবহৃত হয়
- <li></li> লিস্ট তৈরিতে ব্যবহৃত হয়
- <meta></meta> Meta তথ্য যুক্ত করতে ব্যাবহার করা হয়
All HTML Tags List Bangla PDF download using the link given below.