সরস্বতী পূজার মন্ত্র | Saraswati Puja Mantra Bengali PDF
সরস্বতী পূজার মন্ত্র | Saraswati Puja Mantra PDF Download in Bengali for free using the direct download link given at the bottom of this article.
Saraswati Maa Vandana Devi Saraswatir Astotoro Satnam. Saraswati Pranam Mantra And Sri Saraswati Sahasranama Stotram by Sreemoyee Bhattacharya And Soumyak Ray. সরস্বতী পূজার মন্ত্র | Saraswati Puja Mantra PDF can be downloaded from the link given at the bottom of this page.
Saraswati is the Hindu goddess of knowledge, music, art, intellect and learning. She is one of the trinity goddesses Saraswati-Lakshmi-Parvati. Saraswati is divided into two-sided or quadrangular and Maralbahana or Mayurbahana. Mayurbahna Chaturbhuja Saraswati is generally worshiped in North and South India. She is the holder of Akshamala, Kamandalu, Veena and Veda. In Bengal and East India, Saraswati does not sit on the surface of a two-armed and swan.
Saraswati Puja Mantra PDF – বাড়িতে নিজেই কিভাবে সরস্বতী মায়ের পূজা করবেন তার সম্পূর্ণ পদ্ধতি বা রীতি এখানে দেওয়া হলো।
- সরস্বতী পূজার দিন সকালে শরীরে কাচা হলুদ বাটা মেখে স্নান করা উচিৎ। এরপর শুদ্ধ বস্ত্র(কালো রং বাদে) পরিধান করে পূজা অনুষ্ঠান শুরু করুন।
- পূজার স্থান ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিন। সাথে বাজার থেকে আনা সমস্ত পুজোর সামগ্রী এবং ফুল বেলপাতাতে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিন।
- একটি পরিষ্কার জলচৈকিতে আলপনা এঁকে, সাদা অথবা হলুদ রঙের বস্ত্র পেতে তার উপর দেবীর মূর্তিকে উত্তর বা পূর্ব দিকে স্থাপন করুন।
- দেবীর মূর্তি স্থাপনের পর দেবীর ললাটে লাল চন্দনের ফোঁটা দিন এবং চন্দন সহযোগে ফুলের মালা দেবীকে নিবেদন করুন। আর মা সরস্বতীর ডানহাতে চাদমালা পরিয়ে দিন।
- এরপর দেবীর চরণের কাছে দুধ দ্বারা পূর্ণ করা দোয়াত, খাগের কলম ও একটি কুল রাখুন। এছাড়া কুলসহ পাঁচটি ফল পরিষ্কার জলে ধুয়ে দেবীর সামনে রাখুন।
- এবার মা সরস্বতীর সামনে অষ্টদল পদ্মফুলের আলপনা এঁকে তার উপর ঘট স্থাপন করুন। ঘট স্থাপনের জন্য গঙ্গামাটি, ধান, দূর্বা, আম্রপল্ল, সসিশ ডাব, সিঁদুর, ঘটাছাদন বস্ত্র, বেলপাতা, পলাশ ফুল ও আতকচালের ব্যবহার অবশ্যই করবেন।
- এরপর মা সরস্বতীর উদেশ্যে চালের নৈবেদ্য ও ভোগ নিবেদন করে পুজোয় বসুন।
- প্রথমে দেবীর সামনে উত্তর বা পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে হতে গঙ্গাজল নিয়ে তিনবার ওঁ বিষ্ণু, ওঁ বিষ্ণু, ওঁ বিষ্ণু বলে মুখে ছিটিয়ে নিন।
- তারপর বিষ্ণু স্বরণ করে প্রণাম জানান এবং সেই সঙ্গে ভগবান শ্রীগণেশ ও সূর্যদেবকে প্রণাম জানান। যদি দীক্ষামন্ত্র লাভ করে থাকেন তাহলে অবশ্যই গুরুপ্রণাম জানিয়ে পূজা শুরু করুন।
- এখন হাতে ফুল নিয়ে মা সরস্বতীর ধ্যান মন্ত্র পাঠ করে দেবীর চরণে চন্দন সহযোগে ফুলটি নিবেদন করুন। এবং দেবীর পাশে রাখা বই ও বাদ্রযন্ত্রে ফুল দিন।
- এরপর দেবী সরস্বতীর স্তব মন্ত্র পাঠ করুন এবং হাতে ফুল ও বেলপাতা নিয়ে তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করুন।
- এবার দুহাত জোড় করে মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করুন।
- সবশেষে কপ্পুর সহযোগে ধুপ, দীপ, পঞ্চপ্রদিপ, চামোর, জলসঙ্খো, ফুল ইত্যাদি দিয়ে মায়ের আরতি করুন।
- পূজার পরদিন দেবীর চরণে অর্পিত করা বেলপাতাই ওঁ সরস্বত্যৈ নমঃ মন্ত্রটি লিখে সযত্নে আশীর্বাদ স্বরূপ বইয়ের ভিতর বা বদ্রযন্ত্রে অবশ্যই রাখবেন।
- পঞ্চমী তিথি শেষ হয়ে গেলে পরের দিন(শনি ও মঙ্গলবার বাদ দিয়ে) দেবীর মূর্তি বিসর্জন করতে হবে।
সরস্বতী পূজার প্রণাম মন্ত্র
সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকালৈ্য নমো নমঃ।
বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যস্থানেভ্য এব চ ।।
সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে ।।
সরস্বতী পূজার মন্ত্র পুষ্পাঞ্জলি
(১)
যা কুন্দেদু তুষারহার ধবলা যা শ্বেত পদ্মাসনা।
যা বীনা বরদন্ড মন্ডিত ভুজা যা শুভ্রবস্ত্রাবৃতা।।
ব্রহ্মাচ্যুতশঙ্কর প্রভৃতিভি দৈবৈ সদা বন্দিতা।
সা মাং পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ জাড্যাপহা ।।
সা মে বসতু জিহ্বায়াং বীণাপুস্তক ধারিণী।
মুরারী বল্লভাং দেবীং সর্বশুক্লা সরস্বতী।।
সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে।
বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে ।।
(২)
জয় জয় দেবী ! চরাচর সারে !
কুচযুগ শোভিত মুক্তাহারে ।।
বীনা পুস্তক রঞ্জিত হস্তে।
ভগবতী ভারতি দেবী নমস্তে।।
সরস্বতী পূজার উপকরণ
- সিদ্ধি
- সিঁদুর
- তিল
- হরতকি
- পঞ্চগুড়ি
- পঞ্চশস্য
- পঞ্চরত্ন
- পঞ্চগব্য
- পঞ্চপল্লব
- যব-তিসিগাছ
- ঘট ১টি
- দ্বার ঘট ২টি
- কুন্ডহাঁড়ি ১টি
- তেকাঠা ১টি
- দর্পন ১টি
- তীরকাঠি ৪টি
- সাদাসুতা
- বরণডালা ১টি
- প্রদীপ
- ধুপ
- পান ও সুপারি ইত্যাদি।
সরস্বতী পূজার মন্ত্র PDF | Saraswati Puja Mantra in Bengali PDF
Saraswati Pushpanjali and Pronam mantra also in the English language & download in PDF format.