লক্ষ্মী পূজার মন্ত্র PDF

লক্ষ্মী পূজার মন্ত্র in PDF download free from the direct link below.

লক্ষ্মী পূজার মন্ত্র - Summary

লক্ষ্মী পূজার মন্ত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা নির্বাচিত মন্ত্র ও উপাচারের মাধ্যমে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে করা হয়। লক্ষ্মী দেবীর পূজা করলে আমাদের জীবনে সমৃদ্ধি, শান্তি এবং সফলতা আসে। এখানে আমরা লক্ষ্মী পূজার বিভিন্ন মন্ত্র এবং তাদের ম্যাজিক্যাল বিশেষত্ব শেয়ার করছি। আপনি এই তথ্যসমূহকে পড়ার পর PDF আকারে ডাউনলোডও করতে পারেন।

লক্ষী পুজোর যা কিছু করা নিষিদ্ধ

লক্ষ্মীপূজায় লোহা বা স্টিলের বাসনকোসন ব্যবহার করবেন না। লোহা দিয়ে অলক্ষ্মী পূজা হয়। তাই লোহা দেখলে লক্ষ্মী ত্যাগ করে যান। লক্ষ্মীপূজায় ঘণ্টা বাজাতে নেই। লক্ষ্মীকে তুলসীপাতা দিতে নেই। কিন্তু লক্ষ্মীপূজার পর একটি ফুল ও দুটি তুলসীপাতা দিয়ে নারায়ণকে পূজা করতে হয়। লক্ষ্মীপূজা সাধারণত সন্ধ্যাবেলা করে, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে করলে সকাল ন-টার মধ্যেকরে নেওয়াই ভাল। পূজার পর ব্রতকথা পাঠ করতে হয়।

কোজাগরী লক্ষ্মী পূজার আহ্বান মন্ত্র

এস মা লক্ষ্মী, কমল বরণী, কমলালতিকা দেবী কমলিনী-

কমল আসনে, বিরাজ কমলা, কমলময়ী ফসলবাসিনী।।

কমল বসন, কমল ভূষণ, কমনীয় কান্তি অতি বিমোহন।

কোমল করে, শোভিছে কমল, ধাল সিঁদুরে শোভে দেখি শিরে।

কোমল কন্ঠে কমল হারে, কোমল বদন দেখি যে সুন্দরে।।

কমল চরণে কমল নূপুর, কমল অলক্ত মরি কি সুন্দর।

দীন মধুসূদনের সন্তাপ হর তুমি নারায়ণী শান্তিপ্রদায়িনী।।

কোজাগরী লক্ষ্মী পূজার বরণ মন্ত্র

তুমি মাগো লক্ষ্মীদেবী কমল বরণী।

কমললতিকা কৃপা কর নারায়ণী।।

সাজায়ে রেখেছি মাগো ধান্য-গুয়া-পান।

আসিয়া মাগো কর ঘটেতে অধিষ্ঠান।।

ঘরেতে ধূপ ধূনা আর ঘৃতবাতি।

হৃদয় কমলে ওমা করহ বসতি।।

পদ্মাসনে পদ্মদল রাখি থরে থরে।

শঙ্খ বাদ্যে বরণ করি তোমা ছরে।।

সবে করি লক্ষ্মীপূজা অতি সযতনে।

আশিস করহ মাতঃ আমা সব জনে।।

কোজাগরী লক্ষ্মীর স্তোত্র

লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথাসম্ভব নিত্যশঃ।

স্থিরভাব তথা দেবী মম জন্মনি জন্মনি।।

বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখনাশিনী।

ক্ষীরোদ संभवাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনীঃ।।

কোজাগরী লক্ষ্মী পূজার ধ্যান মন্ত্র

ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ সৃণিভির্যাম্য সৌম্যয়োঃ।

পদ্মাসনাস্থাং ধায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্য মাতরং।।

গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কারভূষি তাম্।

রৌক্নোপদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।

কোজাগরী লক্ষী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র

নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রয়ে।

যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।।

কোজাগরী লক্ষ্মী পূজার প্রণাম মন্ত্র

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।

সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী..

কোজাগরী লক্ষ্মী স্তোত্রম্

ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে।

যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ি স্থিরা।।

ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া।

পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী।।

দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেত।

স্থিরা লক্ষ্মীর্ভবেৎ তস্য পুত্রদারারদিভিংসহ।।

বিশেষ দ্রষ্টব্য: অবশ্যই তিন বার পাঠ করতে হবে।

RELATED PDF FILES

লক্ষ্মী পূজার মন্ত্র PDF Download