Kali Puja Mantra (কালী পূজার মন্ত্র) - Summary
শুরু হয়ে গেছে উৎসবের মরসুম (Festive Season)। দুর্গাপুজো (Durga Puja) শেষ হওয়ার পরেই শুরু হয়ে যায় দীপাবলির (Deepaboli) কাউন্ট ডাউন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো (Kali Puja) বা শ্যামা পুজো (Shyama Puja)। ভারতে, বিশেষ করে বাংলায়, কালী পুজোর প্রস্তুতি প্রায় মাস খানেক আগে থেকেই শুরু হয়। শ্যামা মায়ের আরাধনায় যাতে কোনও ত্রুটি না থাকে, তাই সবাই জোড়কদমে চেষ্টা করে। 😊
কালী পূজার প্রস্তুতি
হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর (Goddess Kali) নানা রূপের পুজো করা হয়। মন্দিরে তো বটেই, বাড়িতে যারা কালী পুজো করেন, তাদেরও বেশ কিছুদিন আগেই লেগে পড়তে হয়। বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। যদিও অনেকে দীপাবলিতে লক্ষ্মী -গণেশের পুজো (Lakshmi- Ganesh Puja) করেন। দেখে নিন এবছরের কালী পুজোর দিনক্ষণ ও শুভ সময়।
কালীপুজো ২০২২ -এর নির্ঘণ্ট (Kali Puja 2022 Date, Time, Fixture)
- কালীপুজোর তারিখ – আগামী ২৪ অক্টোবর, সোমবার।
- অমাবস্যা তিথি – ২৪ অক্টোবর, সন্ধ্যা ৪/৫৭/৬ থেকে ২৫ অক্টোবর অপঃ ৪/২৬/২৬ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
- অমৃত যোগ – দিবা ঘ ৭।২০ মধ্যে ও ৮।৪৮ গতে ১০।৫৯ মধ্যে এবং রাত্রি ঘ ৭।২৬ গতে ১০।৫৫ মধ্যে ও ২।২৪ গতে ৩।১৬ মধ্যে।
কালী পূজার মন্ত্র
PDF / Kali Puja Mantra in Bengali – Durga Puja Nirghanta 2022 in Bengali
করজোড়ে নীচের ধ্যান মন্ত্র পাঠ করুন
ওঁ শবারুঢ়াং মহাভীমাং ঘোরদংস্ট্রাং বরপ্রদাম।
হাস্যযুক্তাং ত্রিনেত্রাঁচ কপালকর্ত্তৃকাকরাম।।
মুক্তকেশীং লোলজিহ্বাং পিবন্তীং রুধিরং মুহু।
চতুর্ব্বাহু যুতাং দেবীং বরাভয়করাং স্মরেৎ।।
২য় ধাপ – মায়ের গায়ন্ত্রী মন্ত্র
ওঁ কালিকায়ৈ বিদ্মহে শশ্মানবাসিন্যৈ ধিমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ (১০ বার জপ করুন)
৩য় ধাপ – মায়ের কবচ পাঠ করুন
ভৈরব উবাচ
কালিকা যা মহাবিদ্যা কথিতা ভুবি দুর্ল্লভা।
তথাপি হৃদয়ে শল্যমস্তি দেবি কৃপাং কুরু।।
কবচন্ত মহাদেবী কথয়সানুকম্পা।
যদি নো কথ্যতে মাতব্বিমুঞ্চামি তদা তনুম।।
কালী পূজার মন্ত্র পাঠ
শংকাপি জয়তে বৎস তব স্নেহাৎ প্রকাশিতম।
ন বক্তব্যং ন দ্রষ্টব্যমতি গুহ্যতমং মহৎ।।
কালিকা জগতাং মাতা শোকদুঃখাদি বিনাশিনী।
বিশেষত কলি যুগে, মহাপাতকহারিণী।।
কালী মে পুরুত: পাঠু পৃষ্ঠতশ্চ কপালিনী।
কুল্বা মে দক্ষিনে পাতু করণৌ চগ্রোপ্রভামতা।।
বদনং পাতু মে দীপ্তা নীলা চ চিবুকং সদা।
ঘনা গ্রীবাং সদা পাতু বলাকা বাহুযুগ্মকম।।
মাত্রা পাতু করদ্বন্দং বক্ষো মুদ্রা সদাবতু।
মিতা পাতু স্তনদ্বন্দং যোনিং মন্ডল দেবতা।
ব্রাম্মী মে জঠরং পাতু, নাভিং নারায়ণীং তথা।
ঊরু মাহেশ্মরী নিত্যং চামুন্ডা পাতু লিঙ্গকম।
কৌমারী চ কটিং পাতু তথৈব জানুযুগ্মকম।
অপরাজিতা পাদৌ মে বারাহী পাতু চাঙ্গুলী: ।
সন্ধিস্থানং নারসিংহী পত্রস্থা দেবতাবতু
রক্ষাহীনঞ্চ যৎ স্থানং বর্জ্জিতং কবচেন তু।
তৎ সর্ব্বং রক্ষ মে দেবী কালিকে ঘোর দক্ষিণে।
ঊর্দ্ধং-মধ্যস্তথা দিক্ষু পাতু দেবী স্বয়ং বপুঃ।।
হিংস্রেভ্যঃ সর্ব্বদা পাতু সাধকঞ্চ জলাধিকাৎ।
দক্ষিণা কালিকে দেবী ব্যাপকত্তে সদাবতু।
ইদং কবচমজ্ঞাতা যো জপেদ্দেবদক্ষিনাম
ন পুজাফলমাপ্নোতি বিঘ্নস্তস্য পদে পদে।
কবচেনাবৃতো নিত্যং যত্র তত্রৈব গচ্ছতি
তত্র তত্রভয়ং তস্য ন ক্ষোভং বিদ্যতে ক্কচিৎ।
৬) বন্দনা করুন
ওঁ মহামায়ে জগন্মাত কালিকে ঘোর দক্ষিণে ৷
গৃহাণ্ বন্দনে দেবী নমস্তে শংকর প্রিয়ে ৷৷
ওঁ প্রচন্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুর নায়িকে ৷
কুলদ্যোতকরে চোগ্রে জয়ং দেহী নমোহস্তুতে ৷৷
কালী পূজা বিধি – Kali Puja Vidhi in Bengali
কালী কালী মহাকালী মন্ত্র
৭) এরপর অপরাধ ক্ষমা প্রার্থনা করে মায়ের চরণে মনোবাসনা নিবেদন করুন
ওঁ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ য়দ্ ভবেৎ ৷
পুরনং ভবতু যৎ সর্ব, তৎ প্রসাদৎ সুরেশ্বরী ৷৷ .
কালী পূজার প্রশস্ত সময় নির্ঘণ্ট
দিবা পূজায়দ্দেবীং রাত্রৌ নৈব চ নৈবচ।
সর্বদা পূজয়ে দেবীং দিবা রাত্রৌ বিবর্জয়েৎ।।
অর্থাৎ:
দেবীকে দিনে ও না, রাত্রিতে ও না সর্বদা পূজা করবে। রহস্যপূজায় বলা হয়েছে-
দিবাচার্দ্ধ প্রহরিকা চাদ্যন্তে পরমেশ্বরী।
ঋতু দন্ডাত্নিকা সা চ রাত্রিরুক্তা মনীষিভিঃ
ততো বৈ দশ নাড্যন্ত নিশা মহানিশা স্মৃতাঃ।
সর্বদা চ সমাখ্যাতা সর্ব সাধন কর্ম্মনি।
আপনারা চাইলে কালী পূজার মন্ত্র ও নিয়ম নিয়ে একটি PDF ডাউনলোড করুন।