Woman Police Constable Exam Syllabus 2023 PDF

Woman Police Constable Exam Syllabus 2023 in PDF download free from the direct link below.

Woman Police Constable Exam Syllabus 2023 - Summary

West Bengal Police Recruitment Board (WBPRB) has announced the Women Police Constable Exam Syllabus from the official website @wbpolice.gov.in for the candidates who have applied for the constable exam. The WB Police Lady Constable Selection Process for the Lady Constable post involves several stages, including the Preliminary Written Test, Physical Measurement Test (PMT), Physical Efficiency Test (PET), Final Written Examination, and Interview.

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) তাদের অফিসিয়াল ওয়েবসাইট @wbpolice.gov.in-এ WBP লেডি কনস্টেবল পরীক্ষাটি অনুষ্ঠিত করার জন্য WBP লেডি কনস্টেবল সিলেবাস প্রকাশ করেছে। যে প্রার্থীরা WBP লেডি কনস্টেবল পদের জন্য আবেদন করবেন ভেবেছেন তাঁরা নিশ্চই WBP লেডি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিও নেওয়া শুরু করেছেন অথবা খুব শীঘ্রই শুরু করবেন। WBP লেডি কনস্টেবল পদে আদাবেদনকারী প্রার্থীরা প্রস্তুতি নেওয়ার পূর্বে WBP লেডি কনস্টেবল সিলেবাস সম্পর্কে খুব ভালো করে জেনে নিন এই আর্টিকেলটি থেকে। এই আর্টিকেলটিতে আপনারা WBP লেডি কনস্টেবল সিলেবাস, সিলেবাস PDF ডাউনলোড করার লিংক সবকিছুই পেয়ে যাবেন। WBP লেডি কনস্টেবল সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ জানতে আর্টিকেলটি বিস্তারিত পড়ুন।

Woman Police Constable Exam Syllabus 2023 – Overview

Recruiting Body West Bengal Police Recruitment Board(WBPRB)
Exam Name WBP Lady Constable
Name of Post Women(Lady) Constable
Category Syllabus
Eligibility Madhyamik (10th pass)
Selection Process Screening test, PMT, PET, Final Written Examination, and Interview
Job Location West Bengal
Official Website wbpolice.gov.in

WBP Lady Constable Syllabus in Bengali

Exam Topic
প্রিলিমিনারী পরীক্ষা
  • জেনারেল অ্যাওয়ার্নেস এন্ড জেনারেল নলেজ
  • এলিমেন্টারি ম্যাথমেটিক্স (মাধ্যমিক স্ট্যান্ডার্ড)
  • রিজিনিং
PMT
  • প্রার্থীরা যারা প্রিলিমিনারী পরীক্ষায় পাস করবেন তাদের শারীরিক মান (উচ্চতা এবং ওজন) ইলেকট্রনিক মেশিন ব্যবহার করে পরীক্ষা করা হবে।
PET
  • যেসকল প্রার্থীরা PMT পাস করবেন তাদের 4 মিনিট এবং 30 সেকেন্ডে 800 মিটার দৌড়োতে হবে।
ফাইনাল রিটেন এক্সাম
  • জেনারেল অ্যাওয়ার্নেস ও জেনারেল নলেজ
  • ইংলিশ
  • এলিমেন্টারি ম্যাথেমেটিক্স(মাধ্যমিক স্ট্যান্ডার্ড)
  • রিজিনিং এন্ড লজিক্যাল এনালিসিস
ইন্টারভিউ
  • ইন্টারভিউ বোর্ড এখানে প্রার্থীদের বুদ্ধিবৃত্তিক জ্ঞান পরীক্ষা করবে না বরং তাদের বাস্তবিক জ্ঞান, মনের স্থিরতা এবং ব্যক্তিত্ব পরীক্ষা করবে।
  • ইন্টারভিউর সময় পরীক্ষক এবং প্রার্থীর উপর নির্ভর করে হয়।

You can download the Woman Police Constable Exam Syllabus 2023 PDF using the link given below.

RELATED PDF FILES

Woman Police Constable Exam Syllabus 2023 PDF Download