সরস্বতী পুজোর জন্য যেসব জিনিস লাগবে PDF

সরস্বতী পুজোর জন্য যেসব জিনিস লাগবে in PDF download free from the direct link below.

সরস্বতী পুজোর জন্য যেসব জিনিস লাগবে - Summary

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই প্রতি বছর মা সরস্বতীর পূজা হয়। এই তিথি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সর্বজনীন পূজামণ্ডপ ও পাড়ায় পাড়ায় বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা করা হয়। শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন মায়ের কাছে।

নির্ঘণ্ট অনুযায়ী শুক্লা পঞ্চমী তিথি বুধ ও বৃহস্পতিবার। জোরকদমে চলছে পুজোর আয়োজন। অথচ এই দুই দিনেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। এবার সরস্বতী পুজো দু’দিন ৷ বুধবার-বৃহস্পতিবার দু’দিনেই করতে পারেন বাগদেবীর আরাধনা৷ ঘরে ঘরে চলবে দেবীর আরাধনা ৷ উপোস করে অঞ্জলিতে ব্যস্ত থাকবে পড়ুয়ারা৷ আর তার পর কুল খাওয়া। শহর জুড়ে প্রেমের মরসুমে মেতে উঠবে বাঙালি যুগল। ময়দান থেকে মোহর কুঞ্জ, ইকো পার্ক থেকে ইলিয়ট পার্ক— সরস্বতী পুজোর দিনে শহরের আনাচকানাচ ভরে থাকবে টুকরো টুকরো দৃশ্যপটে। সে তো নয় গেল পুজোর পরের কথা!

Saraswati Puja Samagri List in Bengali

  • দেবী সরস্বতীর মূর্তি কিংবা ফটো,
  • সাদা কাপড়,
  • পলাশ ফুল,
  • আম্রপল্লব,
  • বেলপাতা,
  • কাঁচা হলুদ,
  • সিঁদুর, চাল,
  • ধান, দূর্বা ঘাস,
  • পাঁচ ধরনের ফলের মধ্যে কলা এবং নারকেল থাকতেই হবে, কলস,
  • পান-সুপুরি,
  • ধুপকাঠি,
  • প্রদীপ, দুধ,
  • খাগের কলম ও দোয়াত।
  • সিদ্ধি, সিঁদুর,
  • ১টি পুরোহিতবরণ,
  • তিল, হরিতকি,
  • পঞ্চগুঁড়ি,
  • পঞ্চশস্য,
  • পঞ্চরত্ন,
  • ১টি পঞ্চপল্লব,
  • ১টি ঘট,
  • ১টি ঘট ঢাকা দেওয়ার গামছা,
  • ১টি কুন্ডহাঁড়ি,
  • ১টি তেকাঠা,
  • ৪টি তীরকাঠি,
  • ১টি দর্পণ,
  • বরণডালা,
  • ১টি সশীষ ডাব,
  • এক সরা আতপ চাল,
  • পুষ্পাবি,
  • ২টি আসনাঙ্গুরীয়ক,
  • ২টি মধুপর্কের বাটি, নৈবেদ্য ২,
  • কুচা নৈবেদ্য ১,
  • সরস্বতীর শাটী বা শাড়ি ১টি, লক্ষীর শাটী বা শাড়ি ১টি,
  • চন্দ্রমালা ১টি,
  • বিল্বপত্রমাল্য ১টি,
  • থালা ১টি, ঘটি ১টি,
  • শঙ্খ ১টি,
  • লৌহ ১,
  • নথ ১টি,
  • রচনা,
  • আমের মুকুল, যবের শীষ, কুল,
  • আবির,
  • অভ্র,
  • মস্যাধার (দোয়াত) ও লেখনী,
  • ভোগের দ্রব্যাদি,
  • পান,
  • পানের মশলা,
  • কর্পূর,
  • পূর্ণপাত্র ১টি,
  • বালি,
  • কাঠ,
  • খোড়কে,
  • গব্যঘৃত এক সের,
  • হোমের জন্য বিল্বপত্র ২৮,
  • দক্ষিণা
  • ১টি বিষ্ণুপূজার ধুতি,
  • ২টো লক্ষ্মী ও সরস্বতী পূজার শাড়ি,
  • বালকের পরিধেয় বস্ত্র ১টি,
  • ৩টি মধুপর্কের কাংস্য বাটি,

RELATED PDF FILES

সরস্বতী পুজোর জন্য যেসব জিনিস লাগবে PDF Download