Jagannatha Ashtakam Bengali (জগন্নাথ অষ্টকম) Bengali PDF

Jagannatha Ashtakam Bengali (জগন্নাথ অষ্টকম) in Bengali PDF download free from the direct link below.

Jagannatha Ashtakam Bengali (জগন্নাথ অষ্টকম) - Summary

Shri Jagannath Ashtakam is a sacred text that was composed by Adi Sankaracharya in praise of Lord Jagannath during his visit to Puri. The enriching experience of reciting the Jagannath Ashtakam brings purity to the heart, making one sinless and granting entrance to Vishnuloka.

The Jagannath Temple in Puri is one of the most revered Vaishnava worship sites in India. It is among the oldest Hindu temples still in use today, with its main shrine built by Anantavarman of the Chodaganga dynasty in the tenth century, making it a significant spot for devotees.

Jagannatha Ashtakam in Bengali (জগন্নাথ অষ্টকম)

কদাচিত্ কালিংদী
তটবিপিন সংগীতকরবো
মুদাভীরী নারীবদন
কমলাস্বাদমধুপঃ

রমা শংভু ব্রহ্মামরপতি
গণেশার্চিত পদো
জগন্নাথঃ স্বামী
নযনপথগামী ভবতু মে ॥ 1 ॥

ভুজে সব্যে বেণুং শিরসি
শিখিপিংছং কটিতটে
দুকূলং নেত্রাংতে
সহচরকটাক্ষং বিদধতে

সদা শ্রীমদ্বृংদাবনবসতি
লীলাপরিচযো
জগন্নাথঃ স্বামী নযন
পথগামী ভবতু নে ॥ 2 ॥

মহাংভোধেস্তীরে
কনকরুচিরে নীলশিখরে
বসন্ প্রাসাদাংতস্সহজ
বলভদ্রেণ বলিনা

সুভদ্রা মধ্যস্থস্সকলসুর
সেবাবসরদো
জগন্নাথঃ স্বামী
নযনপথগামী ভবতু মে ॥ 3 ॥

কৃপা পারাবারাস্সজল
জলদ শ্রেণিরুচিরো
রমাবাণী রামস্ফুরদমল
পংকেরুহমুখঃ

সুরেংদ্রৈরারাধ্যঃ শ্রুতিগণশিখা
গীত চরিতো
জগন্নাথঃ স্বামী
নযনপথগামী ভবতু মে ॥ 4 ॥

রথারূঢ়ো গচ্ছন্ পথি
মিলিত ভূদেবপটলৈঃ
স্তুতি প্রাদুর্ভাবং
প্রতিপদমুপাকর্ণ্য সদয়ঃ

দযাসিংধুর্বংধুস্সকল
জগাতা সিংধুসুতযা
জগন্নাথঃ স্বামী
নযনপথগামী ভবতু মে ॥ 5 ॥

পরব্রহ্মাপীডঃ কুবলয
দলোত্ফুল্লনযনো
নিবাসী নীলাদ্রৌ নিহিত
চরণোঽনংত শিরসি

রসানংদো রাধা সরস
বপুরালিংগন সখো
জগন্নাথঃ স্বামী
নযনপথগামী ভবতু মে ॥ 6 ॥

ন বৈ যাচে রাজ্যং ন চ
কনক মাণিক্য বিভবং
ন вуҷাচেঽহং রম্যাং
নিখিলজন কাম্যাং বরবধূম্

সদা কালে কালে প্রমথ
পতিনা গীতচরিতো
জগন্নাথঃ স্বামী
নযনপথগামী ভবতু মে ॥ 7 ॥

হর ত্বং সংসারং
দ্রুততরমসারং সুরপতে
হর ত্বং পাপানাং
বিততিমপরাং যাদবপতে

অহো দীনোঽনাথে
নিহিতচরণো নিশ্চিতমিদং
জগন্নাথঃ স্বামী নযন
পথগামী ভবতু মে ॥ 8 ॥

জগন্নাথাষ্টকং পুন্যং
যঃ পঠেত্ প্রযতঃ শুচিঃ।
সর্বপাপ বিশুদ্ধাত্মা
বিষ্ণুলোকং স গচ্ছতি ॥ 9 ॥

Meaning Of Jagannath Ashtakam Stotram:

যিনি কোন একসময়ে কালিন্দী নদী অর্থাৎ যমুনা নদীর তীরের কাননের মধ্যে সঙ্গীত শ্ৰবণে চঞ্চল হয়ে আনন্দের সঙ্গে ভ্রমরের মত গোপাঙ্গণাগণের বদনকমল আস্বাদন করেছিলেন, রমা মানে লক্ষ্মী, শিব, ব্ৰহ্মা, ইন্দ্র ও গণেশ যাঁর পাদপদ্ম অৰ্চনা করেন, সেই প্ৰভু জগন্নাথ দয়াকরে আমার দৃষ্টি পথগামী হোন ।। ১ ।।

যিনি বাম হাতে বাঁশি, মস্তকে ময়ুরের পালক এবং কটিতটে হলুদ বস্ত্র পড়ে আছেন, যাঁর চোখের প্ৰান্তে সহচরী গোপালাদিগের প্রতি কটাক্ষ আছে, যিনি সবসময় বৃন্দাবন ধামে বাস ও লীলা করতে প্ৰবৃত্ত আছেন, সেই প্ৰভু জগন্নাথ দয়াকরে আমার দৃষ্টি পথগামী হোন ।। ২ ।।

যিনি মহাসমুদ্রের তীরে স্বর্ণ খচিত নীলাদ্রির উচ্চশিখরে অবস্থিত প্রাসাদের ভিতরে অত্যন্ত শক্তিশালী দাদা বলরাম ও বোন সুভদ্রার মধ্যে অবস্থান করছেন, যিনি সমস্ত দেবতাকে সেবা করার জন্য সুযোগ দিয়েছেন সেই জগন্নাথদেব আমার দৃষ্টি পথগামী হোন ।। ৩ ।।

যিনি অপার কৃপাসিন্ধু, যিনি সজল জলধারা রুচির কান্তি, যাঁর বামে লক্ষ্মী সরস্বতী অবস্থিত, যাঁর মুখমণ্ডল প্রস্ফুটিত পদ্মের মত শোভাদান করছে, যিনি দেবতাগণের আরাধ্য, শ্রুতিগণ যাঁর চরিত্রের গুণগান করেন, সেই প্ৰভু জগন্নাথদেব আমার দৃষ্টি পথগামী হোন ।। ৪ ।।

যখন প্রভু জগন্নাথ তাঁর রথে চেপে রথযাত্রা করেন রাস্তা দিয়ে, তখন রাস্তার মধ্যেই ব্রাহ্মণরা একসঙ্গে তাঁর স্তব করেন এবং পদে পদে সেই স্তব শুনে তিনি প্রসন্ন হন। যিনি দয়ার সিন্ধু, সকল জগতের বন্ধু, যিনি মহাসমুদ্রের প্রতি সদয় হয়ে তার তীরেই বাস করেন সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথগামী হোন ।। ৫ ।।

নিরাকার পরব্রহ্ম এর মত স্তবনীয় হলেও সাকার অবস্থায় যাঁর চোখ দুটি নীল পদ্মের মত, যিনি নীল শিখরের উপরে অবস্থান করেন ও অনন্তদেবের মাথায় পাদপদ্ম রেখে বাস করার সময় শ্ৰীরাধিকার রসময় দেহ আলিঙ্গনে সুখী হয়ে থাকেন, সেই প্ৰভু জগন্নাথ আমার নয়নপথগামী হোন ।। ৬ ।।

আমি রাজ্য চাই না, সোনা, মণি মাণিক্য, বৈভবও চাই না, সকল পুরুষের মত মনহরণকারী উত্তম স্ত্রীও চাই না, আমি সর্বদা একান্ত মনে প্রার্থনা করি শিব যাঁর চরিত্রের গুণগান করেন সেই প্ৰভু জগন্নাথ আমার নয়নপথগামী হোন। ।। ৭ ।।

হে সুরপতে তুমি আমার মধ্যে থাকা এই অসার সংসার বোধ হরণ করে নাও, হে যাদব পতে তুমি আমার আপরিসীম পাপভারও হরণ করে নাও দয়াকরে। যিনি দীন, হীন, অনাথদের তাঁর চরণতলে স্থান দেন, সেই প্ৰভু জগন্নাথ আমার নয়নপথগামী হোন ।। ৮ ।।

You can download the Jagannatha Ashtakam PDF in Bengali (জগন্নাথ অষ্টকম PDF) using the link given below.

RELATED PDF FILES

Jagannatha Ashtakam Bengali (জগন্নাথ অষ্টকম) Bengali PDF Download