Bengali Grammar Book Bengali PDF

Bengali Grammar Book in Bengali PDF download free from the direct link below.

Bengali Grammar Book - Summary

মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কন্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম তারও প্রকাশ করতে সমর্থ হয়।

কণ্ঠধ্বনি বলতে মুখগহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বি সমষ্টিকে বোঝায়। এই ধ্বনিই ভাষার মূল উপাদান। এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। আবার ধ্বনির সৃষ্টি হয় বাগযন্ত্রের দ্বারা। গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক্ প্রত্যঙ্গকে এক কথায় বলে বাগ্যন্ত্র। এই বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।

Bengali Grammar Book for Competitive Exam

Singular Plural
আমি (ami, I) আমরা (amra, we)
তুই (tui, you) তোরা (tora, you)
তুমি (tumi, you) তোমরা (tomra, you)
আপনি (apni, you) আপনারা (apnara, you)
এ (e, he/she) এরা (era, they)
ইনি (ini, he/she) এঁরা (ẽra, they)
এটি/এটা (eţi/eţa, it) এগুলো (egulo, these)
ও (o, he/she) ওরা (ora, they)
উনি (uni, he/she) ওঁরা (õra, they)
ওটি/ওটা (oţi/oţa, it) ওগুলো (ogulo, those)
সে (she, he/she) তারা (tara, they)
তিনি (tini, he/she) তাঁরা (tãra, they)
সেটি/সেটা (sheţi/sheţa, it) সেগুলো (shegulo, those)
তোকে (toke, you) তোদেরকে (toderke, you)
তোমাকে (tomake, you) তোমাদেরকে (tomaderke, you)
আপনাকে (apnake, you) আপনাদেরকে (apnaderke, you)
একে (eke, him/her) এদেরকে (ederke, them)
এঁকে (ẽke, him/her) এঁদেরকে (ẽderke, them)
এটিকে/এটাকে (eţike/eţake, it) এগুলোকে (eguloke, these)
ওকে (oke, him/her) ওদেরকে (oderke, them)
ওঁকে (õke, him/her) ওঁদেরকে (õderke, them)
ওটিকে/ওটাকে (oţike/oţake, it) ওগুলোকে (oguloke, those)
তাকে (take, him/her) তাদেরকে (taderke, them)
তাঁকে (tãke, him/her) তাঁদেরকে (tãderke, them)
সেটিকে/সেটাকে (sheţike/sheţake, it) সেগুলোকে (sheguloke, those)

RELATED PDF FILES

Bengali Grammar Book Bengali PDF Download