Class 12 Bengali Suggestion 2022

❴SHARE THIS PDF❵ FacebookX (Twitter)Whatsapp
REPORT THIS PDF ⚐

Class 12 Bengali Suggestion 2022

Hello, Friends today we are sharing with you the Class 12 Bengali Suggestion 2022 PDF in the Bengali language to help students. The students who are studying in class 12th and searching to download the Class 12 Bengali Suggestion 2022 PDF in the Bengali language then you have arrived at the right website and you can directly download it from the link given at the bottom of this page.

HS 12th Class students can download this PDF and prepare for their exam by solving these MCQ Bengali questions with answers. In this question paper, students can get the all-important questions that will be asked in the examination. West Bengal Eleventh Class Bangla Suggestion 2022 MCQ, Short, Extremely Short and Interesting Questions and Answers Upcoming Class 12 Bengali 2022 – Twelevth Class Bangla 2022 Very Important for Exam.

Class 12 Bengali Suggestion 2022 – Highlights

EXAM NAME West Bengal Class 12th Bengali Examination 2022
SUBJECT Class 12 Bengali Suggestion 2022
EXAM DATE April 2022
BOARD WBCHSE
SUGGESTION COMMON 99%

Class 12 Bengali New syllabus 2022

The West Bengal Class 12 Bengali New Syllabus. Class 12 2022 Bengali question paper will contain 40 Marks for Descriptive type questions and 40 Marks for MCQ, short answer type questions. Total marks will be 80 for the written exam. Download Last minute Class 12 2022 Bengali Suggestion for West Bengal Students.

HS Bengali Suggestion 2022 :

১. “কে বাঁচায় কে বাঁচে” গল্পের নিখিল চরিত্র সম্পর্কে আলোচনা করো।

Ans: (উত্তর দেখতে নিচের প্রতিটি অধ্যায়ের লিঙ্কে ক্লিক করুন।)

২. ‘কে বাঁচায়,কে বাঁচে’ গল্প অবলম্বনে টুনুর মা চরিত্রটির ভূমিকা আলোচনা কর।

৩. “মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়।” – মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন?

৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের “কে বাঁচায় কে বাঁচে” গল্পের নাম করণের স্বার্থকতা আলোচন করো ।

৫. ‘কে বাঁচায়,কে বাঁচে’ গল্প অবলম্বনে নিখিল চরিত্র সম্পর্কে আলোচনা কর।

৬. “ দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে ” – কে , কার এরূপ আচরণ করেছিল ? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো ।

৭. “ মারতে মারতে উচ্ছবকে ওরা থানায় নিয়ে যায় । ” কারা , কেন উচ্ছবকে মারতে মারতে থানায় নিয়ে যায় ?

৮. ‘ ভারতবর্ষ ‘ গল্পে লেখকের সমাজ সচেতনতার কী পরিচয় পাওয়া যায় , তা আলোচনা করো ।

৯. “ নির্ঘাত মরে গেছে বুড়িটা । ” – এই অনুমানকে সত্য ভেবে জনতা কী করেছিল ?

১০. “ কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে ? ” — ‘ সে ’ বলতে কার কথা বলা হয়েছে ? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন ?

Ans: (উত্তর দেখতে নিচের প্রতিটি অধ্যায়ের লিঙ্কে ক্লিক করুন।)

১১. “ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে , বেদনায় বেদনায় ” – উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো ।

১২. ‘ রূপনারানের কূলে ‘ কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো ।

১৩. “ রক্তের অক্ষরে দেখিলাম / আপনার রূপ ” — বক্তা কে ? উক্তিটিতে কবির কী ভাবনা প্রকাশ পেয়েছে ?

১৪. “ আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন ” — উদ্ধৃতিটির মর্মার্থ বিশ্লেষণ করো ।

১৫. “ জানলাম এ জগৎ / স্বপ্ন নয় । ” — ‘ রূপনারানের কূলে ‘ কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো ।

১৬. “ গাছ আনো বাগানে বসাও ” – কবি কেন বাগানে গাছ বসাতে বলেছেন ?

১৭. “ আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া – ফুল ” —এখানে ‘ মহুয়ার ফুল ’ কীসের প্রতীক ?

১৮. ‘ ক্রন্দনরতা ‘ জননীর পাশে , কবিতায় কবি জননীকে ‘ ক্রন্দনরতা ‘ বলেছেন কেন ? এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন ।

১৯. “ তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি ” – কে , কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো ।

২০. “ নাঃ কোথাও জীবনের খোরাক , হাসির খোরাক নেই । ” — বক্তা কে ? সে কেন একথা বলেছে ? এ থেকে তার কোন পরিচয় পাও ?

Ans: (উত্তর দেখতে নিচের প্রতিটি অধ্যায়ের লিঙ্কে ক্লিক করুন।)

২১. ‘ নানা রঙের দিন ‘ নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো ।

২২. ‘ নানা রঙের দিন ‘ নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো ।

২৩. ‘ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন ‘ কবিতায় কবির সমাজচেতনার পরিচয় দাও ।

২৪. “ গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে । ” — ‘ গুরু নানদে হাতের ছাপ কোথায় লেগে আছে ? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো

২৫. সুভাষ মুখোপাধ্যায়ের ‘ কলের কলকাতা রচনা অবলম্বন করে লেখকের জেলখানা ভ্রমণের বর্ণনা দাও ।

২৬. ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো ।

Download the Class 12 Bengali Suggestion 2022 PDF using the link given below.

2nd Page of Class 12 Bengali Suggestion 2022 PDF
Class 12 Bengali Suggestion 2022

Class 12 Bengali Suggestion 2022 PDF Free Download

REPORT THISIf the purchase / download link of Class 12 Bengali Suggestion 2022 PDF is not working or you feel any other problem with it, please REPORT IT by selecting the appropriate action such as copyright material / promotion content / link is broken etc. If this is a copyright material we will not be providing its PDF or any source for downloading at any cost.

SIMILAR PDF FILES