All HTML Tags List Bengali PDF
All HTML Tags List PDF Download in Bengali for free using the direct download link given at the bottom of this article.
HTML ট্যাগ হচ্ছে একটি ব্রাকেট দ্বারা আবৃত (<>) কিছু শব্দ যেখানে কিছু কী-ওয়ার্ড থাকে এবং এই কী-ওয়ার্ডই নির্দেশ করে ওয়েবপেজের কন্টেন্টকে কীভাবে দেখাবে। HTML Tags এর ক্ষেত্রে (<>) এবং (</>) এই দুটি চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। প্রথম ট্যাগটিকে (<>) ওপেনিং ট্যাগ বা শুরুর ট্যাগ বলে এবং দ্বিতীয়টিকে (</>) ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ বলে।
HTML ট্যাগকে দুই ভাবে ভাগ করা যায়
- Single ট্যাগ: যে সকল এইচটিএমএল ট্যাগে কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, শুধু ওপেনিং ট্যাগ থাকে তাদেরকে Single ট্যাগ বলা হয় । যেমন: লাইন ব্রেকের জন্য <br> ট্যাগ ব্যবহার করা হয়। এটির কোনো ক্লোজিং ট্যাগ নেই। ঠিক একই ভাবে <img>, <link> এবং <hr> ট্যাগগুলোও Single HTML Tag। এই ট্যাগগুলোর কোনো কোনো ক্লোজিং ট্যাগ নেই।
- Container ট্যাগ: যে সকল এইচটিএমএল ট্যাগে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ উভই থাকে এবং ট্যাগ দুটির মধ্যে কন্টেন্ট থাকে তাদেরকে Container ট্যাগ বলে। যেমন: <h2>…..</h2>, অথবা <p>…………</p> ইত্যাদি।
All HTML Tags List
নিচে আমরা আরও আনেকগুলো ট্যাগ নিয়ে কথা বলব:
- <b></b> Text বা লেখাকে Bold করার জন্য ব্যবহৃত হয়
- <i></i> Text বা লেখাকে Italic করার জন্য ব্যবহৃত হয়
- <u></u> Text বা লেখাকে Underline করতে ব্যবহৃত হয়
- <big></big> Text বা লেখাকে স্বাভাবিকের চেয়ে বড় করতে ব্যবহৃত হয়
- <small></small> Text বা লেখাকে স্বাভাবিকের চেয়ে ছােট করতে ব্যবহৃত হয়
- <sub></sub>সংখ্যার বেজ দেখাতে ব্যবহৃত হয়
- <sup></sup>সংখ্যার পাওয়ার দেখাতে ব্যবহৃত হয়
- <tt></tt> টেলিটাইপ টেক্সট নির্দেশ করেতে ব্যবহৃত হয়
- <em></em> গুরুত্বপূর্ণ Text বা লেখাকে Emphasized করতে ব্যবহৃত হয়
- <blink></blink> Text বা লেখাকে Blinking করতে ব্যবহৃত হয়
- <blockquote></blockquote> বিশেষ উদ্ধৃতি প্রকাশ করতে ব্যবহৃত হয়
- <input></input> ফরমের ইনপুট ফিল্ড তৈরিতে ব্যবহৃত হয়
- <li></li> লিস্ট তৈরিতে ব্যবহৃত হয়
- <meta></meta> Meta তথ্য যুক্ত করতে ব্যাবহার করা হয়
All HTML Tags List Bangla PDF download using the link given below.
