শ্রী লক্ষ্মী পাঁচালী (Laxmi Panchali) - Summary
Lakshmi Panchali is an essential text that devotees, particularly women, read to invite peace and happiness into their homes. Laxmi Panchali in Bengali language PDF can be easily downloaded from the link provided at the bottom of this page.
Also popularly known as Lakshmi Panchali, this beautiful text is recited during the Lakshmi Puja by devoted individuals. The Goddess Lakshmi, who embodies wealth and prosperity, is revered in every household with immense devotion and reverence. Additionally, you can check out the লক্ষ্মী পূজার মন্ত্র for more blessings.
শ্রী লক্ষ্মী পাঁচালী (Lakshmi Panchali in Bengali)
শ্রী শ্রী লক্ষ্মীর ধ্যান মন্ত্র:
ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ সৃণিভির্যাম্য সৌম্যয়োঃ
পদ্মাসনস্থাং ধায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্য মাতরং।
গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম্,
রৌক্নোপদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।
শ্রী শ্রী লক্ষ্মীর স্তব মন্ত্র:
ওঁ ত্রৈলোক্য-পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে,
যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথাভ ভব ময়ি স্থিরা।
ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির্হরিপ্রিয়া,
পদ্মা পদ্মালয়া সম্পৎপ্রদা শ্রী: পদ্মধারিণী।
দ্বাদশৈতানি নামানি লক্ষীং সম্পূজ্য য: পঠেৎ,
স্থিরা লক্ষীর্ভবেত্তস্য পুত্রদারাদিভি: সহ।
শ্রী শ্রী লক্ষ্মীর প্রণাম মন্ত্র:
ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে
সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী।
লক্ষ্মী পাঁচালি ব্রতকথা ও মন্ত্র:
শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন,
মন্দ মন্দ বহিতেছে মলয় পবন।
লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ,
বৈকুন্ঠধামেতে বসি করে আলাপন।
হেনকালে বীণা হাতে আসি মুনিবর,
হরিগুণগানে মত্ত হইয়া বিভোর।
গান সম্বরিয়া উভে বন্দনা করিল,
বসিতে আসন তারে নারায়ণ দিল।
মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তায়,
কিবা মনে করি মুনি আসিলে হেথায়।
কহে মুনি তুমি চিন্ত জগতের হিত,
সবার অবস্থা আছে তোমার বিদিত।
সুখেতে আছয়ে যত মর্ত্যবাসীগণ,
বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন।
লক্ষ্মীমার হেন কথা শুনি মুনিবর,
কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর।
অপার করুণা তোমার আমি ভাগ্যবান,
মর্ত্যলোকে নাহি দেখি কাহার কল্যাণ।
সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ,
দুর্ভিক্ষ অনলে মাগো পুড়িতেছে দেশ।
আগামী এবং অন্যান্য অংশগুলোও একইভাবে শ্রদ্ধার সাথে অনুসরণ করতে থাকুন।
কোজাগরী লক্ষ্মী পুজোয় কেন পাঠ করা হয় পাঁচালী, জানুন এর সুফল
- আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা হয়।
- বাঙালার ঘরে ঘরে এ এক চিরন্তন প্রথা।
- শাস্ত্র মতে, লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী।
- সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে।
You can download the Laxmi Panchali in PDF format for free using the link given below. Enjoy understanding and reciting this devotional text and share the blessings with others!