Shiv Chalisa শিব চালিসা - Summary
Shiv Chalisa (শিব চালিসা) is a sacred devotional hymn that shows deep respect to Lord Shiva. Chanting the Shiv Chalisa is believed to clear obstacles, ease sorrows, and help cure illnesses in one’s life. It is also said to help solve marital problems and strengthen relationships. If you feel scared or troubled, reciting the Shiv Chalisa regularly can bring you peace and divine protection.
The Importance of Shiv Chalisa in Devotion
The Shiv Chalisa has forty powerful verses that beautifully praise the glory of Lord Bhole Nath. Lord Shiva’s unmatched power and kindness are well-known among his followers. Though Mahadev is kind and easy to please, mistakes in worship might upset Him. Offering water to the Shivling is one of the simplest ways to please Lord Shiva. Also, regular chanting of the Shiv Chalisa fills devotees with spiritual blessings and grace from the Lord.
Shiv Chalisa in Bengali (শিব চালিসা)
শ্রী শিব চালিসা
দোহা
শ্রী গণেশ গিরিজা সুবন, মঙ্গল মূল সুজান।
কহত অযোধ্যাদাস তুম, দেহু অভয় বরদান॥
জয় গিরিজা পতি দীন দয়ালা। সদা করত সন্তান প্রতিপালা॥
ভাল চন্দ্রমা সোহত নীকে। কানন কুণ্ডল নাগফণী কে॥
অঙ্গ গৌর শির গঙ্গ বহায়ে। মুণ্ডমাল তন ছার লগায়ে॥
বস্ত্র খাল বাঘম্বর সোহে। ছবি কো দেখ নাগ মুনি মোহে॥
ম্যায়না মাতু কী হ্বৈ দুলারী। বাম অঙ্গ সোহত ছবি ন্যারী॥
কর ত্রিশূল সোহত ছবি ভারী। করত সদা শত্রুন ক্ষয়কারী॥
নন্দি গণেশ সৌহৈ তহং কৈসে। সাগর মধ্যকমল হykke জ্যেyse॥
কার্তিক শ্যাম অওর গণরাউ। যা ছবি কো কহি জাত ন কাউ॥
দেবন জবহিং যায় পুকারা। তব হি দুখ প্রভু আপ নিবারা॥
কীয়াঅ উপদ্রব তারক ভারী। দেবন সব মিলি তুমহিং জুহারী॥
তুরত ষডানন আপ পঠায়উ। লবনিমেষ মহং মারি গিরায়উ॥
আপ জলন্ধর অসুর সংহারা। সুযশ তুম্ঝার বিদিত সংসারা॥
ত্রিপুরাসুর সন যুদ্ধ মচাই। সবহিং কৃপা কর লীন বচাই॥
কীয়াঅ তপহিং ভাগীরথ ভারী। পুরব প্রতিজ্ঞা তসু পুরারী॥
দানিন মহং তুম সম কউ নাহি। সেবক স্তুতি করত সদাহী॥
বেদ নাম মহিমা তব গাই। অকথ অনাদি ভেদ নহি পাই॥
প্রগট উদধি মন্থন মেঁ জোয়ালা। জরে সুরাসুর ভয়ে বিহালা॥
কীন্হ দয়া তহং করী সহাই। নীলকণ্ঠ তব নাম কহাই॥
পূজন রামচন্দ্র জব কীন্হা। জীত কে লঙ্ক বিভীষণ দীন্হা॥
সহস কমল মে হো রহে ধারী। কীন্হ পরীক্ষা তবহিং পুরারী॥
এক কমল প্রভু রাখেউ জোই। কমল নয়ন পূজন চহং সোই॥
কঠিন ভক্তি দেখী প্রভু শঙ্কর। ভয়ে প্রসন্ন দিয়ে ইচ্ছিত বর॥
জয় জয় জয় অনন্ত অবিনাশী। করত কৃপা সবকে ঘটবাসী॥
দুষ্ট সকল নিত মোহি সতাওয়ে। ভ্রমত রহে মোহি চৈন না আয়ে॥
ত্রাহি ত্রাহি মেঁ নাথ পুকারো। ইয়েহি অবসর মোহি আন উবারো॥
লৈ ত্রিশূল শত্রুন কো মারো। সংকট সে মোহি আন উবারো॥
মাতু, পিতা, ভ্রাতা সব কোই। সংকট মেঁ পুছত নহি কোই॥
স্বামী এক হ্যাঁয় আ, তুম্হারী। আয় হরহু অব সংকট ভারী॥
ধন নির্ধন কো দেত সদাহী। জো কোই জাঞ্চে উয়ো ফল পাহীঁ॥
অস্তুতি কেহি বিধি করৌঁ তুম্হারী। ক্ষমহু নাথ অব চুক হমারী।
শঙ্কর হো সংকট কে নাশন। মঙ্গল কারণ বিঘ্ন বিনাশন॥
যোগী যতি মুনি ধ্যান লগাওয়ে। নারদ শারদ শীশ নহাওয়েঁ॥
নমো নমো জয় নমো শিবায়। সুর ব্রহ্মাদিক পার ন পায়॥
জো য়হ পাঠ করে মন লাই। তা পর হেকে হ্যাঁয় শম্ভু সহাই॥
ঋনিয়া জো কোই হো অধিকারী। পাঠ করে সো পাবন হারী।
পুত্র হীন কর ইচ্ছা কোই। নিশ্চয় শিব প্রসাদ তেহি হোই॥
পণ্ডিত ত্রয়োদশী কো লাওয়ে। ধ্যান পূর্বক হোম করাওয়ে॥
ত্রয়োদশী ব্রত করে হমেশা। তন নহী তাকে রহে কলেশা॥
ধূপ দীপ নৈবেদ্য চঢ়াওয়ে। শঙ্কর সম্মুখ পাঠ সুনাওয়ে॥
জন্ম জন্ম কে পাপ নসাওয়ে। অন্তবাস শিবপুর মে পাওয়ে॥
কহে অযোধ্যা আস তুম্হারী। জানি সকল দুঃখ হরহু হমারী॥
দোহা
নিত্তনেম কর প্রাতঃ হী, পাঠ করোঁ চালীসা।
তুম মেরী মনোকামনা, পূর্ণ করো জগদিশ॥
মগসর ছঠি হেমন্ত ঋতু, সম্বত চৌসঠ জান।
অস্তুতি চালীসা শিবহি, পূর্ণ কীন কল্যাণ॥
Main Benefits of Reciting Shiv Chalisa
- Pregnant women feel great comfort when chanting the Shiv Chalisa, as it is believed to protect the unborn child and ensure a safe delivery.
- People dealing with bad luck, evil eyes, curses, or past suffering from black magic and nightmares find relief through regular chanting.
- If you’ve gone through tough childhood experiences, chanting the Shiv Chalisa brings healing and peace of mind.
- Regular devotion by reciting the Shiv Chalisa helps you overcome addictions and lowers stress and anxiety.
If you’re interested, the Shiv Chalisa PDF in Bengali (শিব চালিসা) is available for download with the link below.