Shiv Chalisa (শিব চালিসা) Bengali

❴SHARE THIS PDF❵ FacebookX (Twitter)Whatsapp
REPORT THIS PDF ⚐

Shiv Chalisa (শিব চালিসা) Bengali

শিব চালিসার চল্লিশটি লাইনেই ভোলেনাথের মহিমা বর্ণিত রয়েছে। বিশ্বাস করা হয় যে, শিব চালিসা পাঠ করলে জীবনে আসা সমস্ত বাধা-বিপত্তি, দুঃখ-কষ্ট, রোগ-ব্যাধি থেকে মুক্তি মেলে। এছাড়াও, নিয়মিত শিব চালিসার পাঠে বৈবাহিক সমস্যা দূর হয় এবং সম্পর্কের সমস্যা সমাধানে সহায়তা করে। যদি কোনও ব্যক্তি কোনও কারণে ভয় পান বা ভয়ে জর্জরিত থাকেন, তাহলে তাঁর অবশ্যই শিব চালিসা পাঠ করা উচিত।

ভগবান শিবের মহিমা অতুলনীয়। মহাদেব যেমন খুব অল্পে সন্তুষ্ট হন, ঠিক তেমনই তাঁর পুজোয় কোনও ভুল-ত্রুটি হলে, তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্টও হন। বিশ্বাস করা হয় যে, শিবলিঙ্গে কেবলমাত্র জল নিবেদন করলেই মহাদেব প্রসন্ন হন। তবে ভোলানাথের কৃপা পাওয়ার আরেকটি উপায় আছে, তা হল শিব চালিসা পাঠ। তাই যারা শিবের আশীর্বাদ পেতে চান, তারা নিয়মিত শিব চালিসা পাঠ করুন।

Shiv Chalisa in Bengali (শিব চালিসা)

শ্রী শিব চালিসা

দোহা

শ্রী গণেশ গিরিজা সুবন, মঙ্গল মূল সুজান।

কহত অযোধ্যাদাস তুম, দেহু অভয় বরদান॥

জয় গিরিজা পতি দীন দয়ালা। সদা করত সন্তান প্রতিপালা॥

ভাল চন্দ্রমা সোহত নীকে। কানন কুণ্ডল নাগফণী কে॥

অঙ্গ গৌর শির গঙ্গ বহায়ে। মুণ্ডমাল তন ছার লগায়ে॥

বস্ত্র খাল বাঘম্বর সোহে। ছবি কো দেখ নাগ মুনি মোহে॥

ম্যায়না মাতু কী হ্বৈ দুলারী। বাম অঙ্গ সোহত ছবি ন্যারী॥

কর ত্রিশূল সোহত ছবি ভারী। করত সদা শত্রুন ক্ষয়কারী॥

নন্দি গণেশ সৌহৈ তহং কৈসে। সাগর মধ্যকমল হ্যায় জ্যায়সে॥

কার্তিক শ্যাম অওর গণরাউ। যা ছবি কো কহি জাত ন কাউ॥

দেবন জবহীং জায় পুকারা। তব হী দুখ প্রভু আপ নিবারা॥

কিয়া উপদ্রব তারক ভারী। দেবন সব মিলি তুমহিং জুহারী॥

তুরত ষডানন আপ পঠায়উ। লবনিমেষ মহং মারি গিরায়উ॥

আপ জলন্ধর অসুর সংহারা। সুযশ তুম্হার বিদিত সংসারা॥

ত্রিপুরাসুর সন যুদ্ধ মচাই। সবহিং কৃপা কর লীন বচাই॥

কিয়া তপহিং ভাগীরথ ভারী। পুরব প্রতিজ্ঞা তসু পুরারী॥

দানিন মহং তুম সম কউ নাহি। সেবক স্তুতি করত সদাহী॥

বেদ নাম মহিমা তব গাই। অকথ অনাদি ভেদ নহি পাই॥

প্রগট উদধি মন্থন মেঁ জোয়ালা। জরে সুরাসুর ভয়ে বিহালা॥

কীন্হ দয়া তহং করী সহাই। নীলকণ্ঠ তব নাম কহাই॥

পূজন রামচন্দ্র জব কীন্হা। জীত কে লঙ্ক বিভীষণ দীন্হা॥

সহস কমল মে হো রহে ধারী। কীন্হ পরীক্ষা তবহিং পুরারী॥

এক কমল প্রভু রাখেউ জোই। কমল নয়ন পূজন চহং সোই॥

কঠিন ভক্তি দেখী প্রভু শঙ্কর। ভয়ে প্রসন্ন দিয়ে ইচ্ছিত বর॥

জয় জয় জয় অনন্ত অবিনাশী। করত কৃপা সবকে ঘটবাসী॥

দুষ্ট সকল নিত মোহি সতাওয়ে। ভ্রমত রহে মোহি চৈন না আওয়ে॥

ত্রাহি ত্রাহি মেঁ নাথ পুকারো। ইয়েহি অবসর মোহি আন উবারো॥

লৈ ত্রিশূল শত্রুন কো মারো। সঙ্কট সে মোহি আন উবারো॥

মাতু, পিতা, ভ্রাতা সব কোই। সঙ্কট মেঁ পুছত নহিঁ কোই॥

স্বামী এক হ্যাঁয় আ, তুম্হারী। আয় হরহু অব সঙ্কট ভারী॥

ধন নির্ধন কো দেত সদাহী। জো কোই জাঞ্চে উয়ো ফল পাহীঁ॥

অস্তুতি কেহি বিধি করৌঁ তুম্হারী। ক্ষমহু নাথ অব চুক হমারী।

শঙ্কর হো সঙ্কট কে নাশন। মঙ্গল কারণ বিঘ্ন বিনাশন॥

যোগী যতি মুনি ধ্যান লগাওয়ে। নারদ শারদ শীশ নহাওয়েঁ॥

নমো নমো জয় নমো শিবায়। সুর ব্রহ্মাদিক পার ন পায়॥

জো য়হ পাঠ করে মন লাই। তা পর হেকে হ্যাঁয় শম্ভু সহাই॥

ঋনিয়া জো কোই হো অধিকারী। পাঠ করে সো পাবন হারী।

পুত্র হীন কর ইচ্ছা কোই। নিশ্চয় শিব প্রসাদ তেহি হোই॥

পণ্ডিত ত্রয়োদশী কো লাওয়ে। ধ্যান পূর্বক হোম করাওয়ে॥

ত্রয়োদশী ব্রত করে হমেশা। তন নহী তাকে রহে কলেশা॥

ধূপ দীপ নৈবেদ্য চঢ়াওয়ে। শঙ্কর সম্মুখ পাঠ সুনাওয়ে॥

জন্ম জন্ম কে পাপ নসাওয়ে। অন্তবাস শিবপুর মে পাওয়ে॥

কহে অযোধ্যা আস তুম্হারী। জানি সকল দুঃখ হরহু হমারী॥

দোহা

নিত্তনেম কর প্রাতঃ হী, পাঠ করোঁ চালীসা।

তুম মেরী মনোকামনা, পূর্ণ করো জগদিশ॥

মগসর ছঠি হেমন্ত ঋতু, সম্বত চৌসঠ জান।

অস্তুতি চালীসা শিবহি, পূর্ণ কীন কল্যাণ॥

Benefits of chanting Shiv Chalisa:

  • It is believed that pregnant ladies greatly benefit by chanting, Shiva Chalisa. The chanting of the Shiva Chalisa helps to protect their fetus, as well as help in safe delivery.
  • Persons suffering from ill luck, evil eyes, curses, past karma, black magic, and nightmares stand to benefit greatly if they chant the Shiva Chalisa daily.
  • Regular chanting of the shiva chalisa is now being considered a form of mental help by those who have been traumatized from being brought up in a violent society.
  • Chanting the famous Shiva Chalisa is beneficial for relieving addiction, but it has many other benefits including reduced stress and anxiety.

You can download the Shiv Chalisa PDF in Bengali (শিব চালিসা) using the link given below.

2nd Page of Shiv Chalisa (শিব চালিসা) PDF
Shiv Chalisa (শিব চালিসা)
PDF's Related to Shiv Chalisa (শিব চালিসা)

Shiv Chalisa (শিব চালিসা) PDF Free Download

REPORT THISIf the purchase / download link of Shiv Chalisa (শিব চালিসা) PDF is not working or you feel any other problem with it, please REPORT IT by selecting the appropriate action such as copyright material / promotion content / link is broken etc. If this is a copyright material we will not be providing its PDF or any source for downloading at any cost.

SIMILAR PDF FILES