দূর্গা চালিসা বাংলা Durga Chalisa Bengali PDF

দূর্গা চালিসা বাংলা Durga Chalisa Bengali in PDF download free from the direct link below.

দূর্গা চালিসা বাংলা Durga Chalisa Bengali - Summary

The goddess Durga Ji is very dear and powerful to the devotees who worship Her daily with deep devotion. Among many rituals, chanting the Durga Chalisa Bengali is a favorite practice that brings spiritual strength and peace. Regular recitation of this Chalisa is believed to bring the blessings of Durga Ji, helping those facing serious illnesses and problems find relief and hope. For easy access, you can download a PDF version of the Durga Chalisa Bengali from our site.

Benefits of Reciting Durga Chalisa Bengali

Reciting the Durga Chalisa Bengali with devotion can bring many positive changes to your life. It helps focus, brings inner peace, and strengthens your connection to the divine mother. When prayed with sincerity in front of an idol or image of Durga Ji, this Chalisa is known to fulfill special wishes and remove obstacles from your way.

দূর্গা চালিসা বাংলা – Complete Lyrics

॥ শ্রী দুর্গা চালীসা ॥

নমো নমো দুর্গে সুখ করনী ।
নমো নমো অংবে দুঃখ হরনী ॥ 1 ॥

নিরংকার হৈ জ্যোতি তুম্হারী ।
তিহূ লোক ফৈলী উজিযারী ॥ 2 ॥

শশি ললাট মুখ মহাবিশালা ।
নেত্র লাল ভৃকুটি বিকরালা ॥ 3 ॥

রূপ মাতু কো অধিক সুহাবে ।
দরশ করত জন অতি সুখ পাবে ॥ 4 ॥

তুম সংসার শক্তি লয কীনা ।
পালন হেতু অন্ন ধন দীনা ॥ 5 ॥

অন্নপূর্ণা হুযি জগ পালা ।
তুম হী আদি সুংদরী বালা ॥ 6 ॥

প্রলযকাল সব নাশন হারী ।
তুম গৌরী শিব শংকর প্যারী ॥ 7 ॥

শিব যোগী তুম্হরে গুণ গাবেম্ ।
ব্রহ্মা বিষ্ণু তুম্হেং নিত ধ্যাবেম্ ॥ 8 ॥

রূপ সরস্বতী কা তুম ধারা ।
দে সুবুদ্ধি ঋষি মুনিন উবারা ॥ 9 ॥

ধরা রূপ নরসিংহ কো অংবা ।
পরগট ভয়ি ফাড কে খংবা ॥ 10 ॥

রক্ষা কর প্রহ্লাদ বচাযো ।
হিরণ্যাক্ষ কো স্বর্গ পঠাযো ॥ 11 ॥

লক্ষ্মী রূপ ধরো জগ মাহীম্ ।
শ্রী নারাযণ অংগ সমাহীম্ ॥ 12 ॥

ক্ষীরসিংধু মেং করত বিলাসা ।
দয়াসিংধু দীজৈ মন আসা ॥ 13 ॥

হHINGলাজ মেং তুম্হীং ভবানী ।
মহিমা অমিত ন জাত বখানী ॥ 14 ॥

মাতংগী ধূমাবতি মাতা ।
ভুবনেশ্বরী বগলা সুখদাতা ॥ 15 ॥

শ্রী ভৈরব তারা জগ তারিণী ।
ছিন্ন ভাল ভব দুঃখ নিবারিণী ॥ 16 ॥

কেহরি বাহন সোহ ভবানী ।
লাংগুর বীর চলত অগবানী ॥ 17 ॥

কর মেং খপ্পর খডগ বিরাজে ।
জাকো দেখ কাল ডর ভাজে ॥ 18 ॥

তোহে কর মেং অস্ত্র ত্রিশূলা ।
জাতে উঠত শত্রু হিয শূলা ॥ 19 ॥

নগরকোটি মেং তুম্হীং বিরাজত ।
তিহুঁ লোক মেং ডংকা বাজত ॥ 20 ॥

শুংভ নিশুংভ দানব তুম মারে ।
রক্তবীজ শংখন সংহারে ॥ 21 ॥

মহিষাসুর নৃপ অতি অভিমানী ।
জেহি অঘ ভার মহী অকুলানী ॥ 22 ॥

রূপ করাল কালিকা ধারা ।
সেন সহিত তুম তিহি সংহারা ॥ 23 ॥

পডী ভীঢ সংতন পর জব জব ।
ভয়ি সহায মাতু তুম তব তব ॥ 24 ॥

অমরপুরী অরু বাসব লোকা ।
তব মহিমা সব কহেং অশোকা ॥ 25 ॥

জ্বালা মেং হৈ জ্যোতি তুম্হারী ।
তুম্হেং সদা পূজেং নর নারী ॥ 26 ॥

প্রেম ভক্তি সে জো যশ গাবেম্ ।
দুঃখ দারিদ্র নিকট নহিং আবেম্ ॥ 27 ॥

ধ্যাবে তুম্হেং জো নর মন লাযি ।
জন্ম মরণ তে সৌং ছুট জাযি ॥ 28 ॥

জোগী সুর মুনি কহত পুকারী ।
যোগ ন হোযি বিন শক্তি তুম্হারী ॥ 29 ॥

শংকর আচারজ তপ কীনো ।
কাম অরু ক্রোধ জীত সব লীনো ॥ 30 ॥

নিশিদিন ধ্যান ধরো শংকর কো ।
কাহু কাল নহিং সুমিরো তুমকো ॥ 31 ॥

শক্তি রূপ কো মরম ন পায়ো ।
শক্তি গযী তব মন পছতাযো ॥ 32 ॥

শরণাগত হুযি কীর্তি বখানী ।
জয় জয় জয় জগদংব ভবানী ॥ 33 ॥

ভয়ি প্রসন্ন আদি জগদংবা ।
দয়ি শক্তি নহিং কীন বিলংবা ॥ 34 ॥

মোকো মাতু কষ্ট অতি ঘেরো ।
তুম বিন কৌন হরৈ দুঃখ মেরো ॥ 35 ॥

আশা তৃষ্ণা নিপট সতাবেম্ ।
রিপু মূরখ মোহি অতি দর পাবৈম্ ॥ 36 ॥

শত্রু নাশ কীজৈ মহারানী ।
সুমিরৌং ইকচিত তুম্হেং ভবানী ॥ 37 ॥

করো কৃপা হে মাতু দযালা ।
ঋদ্ধি-সিদ্ধি দে করহু নিহালা । 38 ॥

জব লগি জিযূ দযা ফল পাবূ ।
তুম্হরো যশ মৈং সদা সুনাবূ ॥ 39 ॥

দুর্গা চালীসা জো গাবৈ ।
সব সুখ ভোগ পরমপদ পাবৈ ॥ 40 ॥

দেবীদাস শরণ নিজ জানী ।
করহু কৃপা জগদংব ভবানী ॥

You can download the Durga Chalisa Bengali PDF using the link below.

দূর্গা চালিসা বাংলা Durga Chalisa Bengali PDF Download