E Kemon Mamata Bengali Book - Summary
E Kemon Mamata Bengali Book PDF reveals the surprising reasons behind Mamata Banerjee’s unrealistic promises that often remain unfulfilled. The author shares his personal journey and experiences, painting a unique picture of the Trinamul Chief. Within the twelve chapters of this book, he highlights the inconsistencies between her words and actions, making it a thought-provoking read. Various photocopies of official documents are also included with the book, enhancing its credibility.
This comprehensive book serves as the second volume following the author’s earlier work, ‘Mamata Banerjee Ke Jemon Dekhechi (Mamata as I have seen her).’ With careful analysis, the author sheds light on the discrepancies in the leader’s statements and actions throughout the chapters.
E Kemon Mamata Bengali Book
লেখক পরিচিতি
দীপক কুমার ঘোষ লেখক নন। তবু এই ৭৫ বছর বয়সে তিনি অনেক পরিশ্রম করে বহু তথ্য, মূলতঃ সরকারী দলিলপত্র, চিঠি ইত্যাদি সংগ্রহ করে এই বইটি লিখেছেন। প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থ বিদ্যায়, মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ থেকে বাণিজ্যবিদ্যায় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাজরা ‘ল কলেজ থেকে আইনে স্নাতক, স্কুল শিক্ষক, মহাকরণে নিম্নবর্গের কেরানী, ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং অবশেষে আই. এ . এস পরীক্ষায় পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে মোট ৩৭ বছর আমলার কাজ করেন। এরপর ২ বছর জাতীয় কংগ্রেসে ও ১৩ বছর তৃণমূল কংগ্রেসে থেকে দু’বার বিধায়ক হয়ে বর্তমানে তথাকথিত মূল্যবোধের রাজনীতি করা রাজনৈতিক নেতাদের মুখোশ খুলে দিতেই এই বইটি লিখেছেন।
You can download the E Kemon Mamata Bengali Book PDF from the Amazon link given at the bottom of this page.